Monday, September 12, 2011

দুঃস্বপ্ন


স্মৃতিরা ঘোরে আসে পাশে অশরীরী হয়ে,
মাথার ভেতরে প্রেতাত্মার দির্ঘনিশাস,
দুস্বপ্ন বাস্তব হয়ে গিলে খেতে চায় সরল অস্তিত্ব,
রাতের ঘুম সেও হয়ে যায় দোজখের অগ্নিকুন্ড
বাস্তব ধুসর হয়ে হারিয়ে যায় চোখের পলকে
ধংসস্তুপে জেগে ওঠা ঘাস ফুলের মতো,
অতীত গুলো রঙ্গিন অনেক,
তাও ঘুন পোকাদের সাথে যুদ্ধ করে বেচে থাকা
কিছু আকড়ে ধরার ব্যার্থ চেষ্টা,
মাটির সোদা গন্ধে হঠাৎ মনে পরা তুমি,
বিস্মৃতির অতলে তলিয়ে যেতে যেতে
হঠাৎ লোভী হয়ে উঠি,
আবার নতুন করে বাচতে ইচ্ছা করে,
মানুষ না স্মৃতির ফসিল হয়ে ....

No comments:

Post a Comment